পুলিশ কনস্টেবল সোহেল রানা সাহসিকতা জন্য পুরস্কার পেলেন।সম্প্রতি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে পুলিশ বিভাগের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছেন, তেমনি জনসচেতনতাও বাড়িয়েছেন এই সাহসী পুলিশ সদস্য।তার এই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বুধবার সকাল সাড়ে ১০ টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁকে পুরস্কৃত করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. আহসান হাবীব, (খ সার্কেল) মো. রাজিবুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা।পুরস্কার প্রদানের সময় পুলিশ সুপার রওনক জাহান বলেন, ‘সোহেল রানার মতো দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্যদের কারণেই জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসছে। তাঁর এই কর্মকাণ্ড পুরো বাহিনীর জন্য গর্বের।’
সোহেল রানা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল। বিষয়টি নজরে আসার পর মাসের পর মাস নজরদারি চালিয়ে অবশেষে চক্রের সদস্য আব্দুর রহিম রাকিবকে হাতেনাতে আটক করি।