1. news@darponnews24.online : দর্পন নিউজ ২৪ : দর্পন নিউজ ২৪
  2. info@www.darponnews24.online : দর্পন নিউজ ২৪ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দর্পন নিউজ ২৪" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
শিরোনাম: যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খু’ন – ১০ ঘণ্টার মধ্যেই আ’সামি আ’টক করলো পিবিআই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: ১৬ জন নিহত, এলাকা জুড়ে শোকের ছায়া যশোরে সহকারী কমিশনারের বিরুদ্ধে স্ত্রীর মামলা: যৌতুক, মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ আল-জামিয়াতুল উসমানিয়া মাদ্রাসার ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন ও পরিচালনা কমিটি গঠন চৌগাছা সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ জনের অবস্থা আশঙ্কাজনক মনিহার থেকে চেতনা নাশক ওষুধ খাওয়ায় মহিলার কাছ থেকে লুট যশোর সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠিত যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, বিএনপির আবেগ নিয়ে না খেলতে হুঁশিয়ারি অমিতের যশোর সদর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুন্নবী চাচার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় মনিরামপুরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

যশোরে চাকলাদার সহ চারজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরের থানায়  স্কুলের ও কলেজের নানা সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ৮৪ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কেশবপুরের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন শহীদ লে: মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান। শাহিন চাকলাদার সহ আরো চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে জানাগেছে।

অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী তাহমিদ আকন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, শাহীন চাকলাদার এমপি থাকাকালীন সময়ে অন্য আসামিরা একত্রিত হয়ে নানা ধরনের অপকর্ম করতেন। নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এমপিওভুক্তকরণসহ বিভিন্ন সুবিধা টাকার বিনিময়ে করতেন তারা।

সেসময় বাদী মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। সেই সুবাদে ওই দুই প্রতিষ্ঠানের নানা ধরনের সুবিধা গ্রহণের জন্য আসামিদের সঙ্গে কথা হয়।

তারা জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে কলেজের স্নাতক ও বিএমপি শাখার এমপিও আদেশ করিয়ে দেওয়া এবং কলেজের কৃষি ডিপ্লোমা শিক্ষকদের এমপিও ছাড় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে ৬৪ লাখ ৪৫ হাজার টাকা দিতে হবে। এছাড়া স্কুলের মাধ্যমিক শাখার এমপিও আদেশ করিয়ে দেওয়ার জন্য আরও ২০ লাখ টাকা দাবি করেন।

বাদী পরে শিক্ষকদের সঙ্গে কথা বলে রাজি হন এবং তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। ২০২০ সালের ২ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ আগস্টের মধ্যে আলমগীর সিদ্দিকি টিটোর বাড়িতে বসে শাহীন চাকলাদারসহ আসামিদের হাতে দফায় দফায় ওই টাকা দেওয়া হয়। যা আসামিরা মেশিন দিয়ে গুনে গ্রহণ করেন এবং পরে শাহীন চাকলাদার তা গ্রহণ করেন।

২০২১ ও ২০২২ সালের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আসামিরা। কিন্তু যথাসময়ে কাজগুলো করে দিতে ব্যর্থ হন। পরে আসামিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে নানা ধরনের তালবাহানা করেন। এক পর্যায়ে তারা জানিয়ে দেন, ওইসব কাজ আর হবে না।

বাদী এরপর মন্ত্রণালয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন, ওই চারজন সব টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। কিন্তু মামলা ও হামলার ভয়ে আসামিদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি তিনি।

এর মাঝে গত ২০ জুন টিটো ও তার স্ত্রীর সঙ্গে দেখা করে ওই টাকা ফেরত চাইলে তারা জানান, টাকা ফেরত দেওয়া হবে না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে এই বলে নানা ধরনের ভয়ভীতি দেখান।বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট