যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আবু তাহির (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চালকিডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহির মণিরামপুর গাংড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।
জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি যাত্রীবাহী বাস চালকিডাঙ্গায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক তাহির গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আবু তাহিরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে হেফাজতে নেয়।