বৃহস্পতিবার ১০ জুলাই দুপুর দুইটাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বের হয়, এই রেজাল্টের বাজিমাত করে দেখালেন যশোরের মেয়ে জিরা। চোয়াল ও বাহুতে কলম ধরে পরীক্ষার খাতায় লিখে এসএসসিতে কৃতিত্ব দেখিয়েছে যশোরের মনিরামপুরের বিশেষ চাহিদা সম্পন্ন লিতুন জিরা। এবছর বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে। আজ বৃহস্পতিবার প্রকাশিত যশোর শিক্ষা বোর্ডের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। লিতুন জিরার এই সাফল্যে খুশি তার বাবা-মাসহ শিক্ষকেরা।