যশোরে কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবন চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রবি দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি কখনো কখনো তুমুল বর্ষণে রূপ নেয়ায় শহর ও আশপাশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাটে হাঁটু সমান পানি জমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। শহরের, শংকরপুর, বেজপাড়া, বারান্দীপাড়াসহ নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।
অন্যদিকে, বাজারঘাটেও পড়েছে এর প্রভাব। কাঁচাবাজারে অনেকেই দোকান খোলেননি, ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। রিকশা ও অটোচালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, আবার অনেক রাস্তায় যান চলাচলই বন্ধ রয়েছে।
কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। যশোর সদরের চুড়ামনকাটি, বারীনগরসহ মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাঠে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি বয়ে এনেছে। ফলে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। বৃষ্টির পর বাজারে সবজির দাম বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।