যশোর সদর উপজেলার দেওড়া ইউনিয়নের বুকভরা বাওড় এলাকায় সম্প্রতি টানা অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। বাওড়ের পানি উপচে পড়ে আশপাশের রাস্তাঘাটে ঢুকে পড়েছে। ফলে মূল সড়কসহ সংযোগপথগুলো এখন পানির নিচে, যা এলাকাবাসীর দৈনন্দিন চলাচলকে চরমভাবে ব্যাহত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বুকভরা বাওড়ের পানির স্তর দ্রুত বৃদ্ধি পায়। নিয়মিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে এই জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে দেওড়া বাজার সংলগ্ন সড়কটি বর্তমানে হাঁটুসমান পানির নিচে ডুবে গেছে। মানুষজনকে হাঁটতে হচ্ছে পানি মাড়িয়ে, কেউবা আবার সাইকেল কাঁধে নিয়ে পথ পাড়ি দিচ্ছে।
অন্যদিকে, কৃষকরা বলছেন, বাওড়ের পানি বাড়ায় পাশ্ববর্তী কৃষিজমিতে পানি ঢুকে পড়েছে, এতে ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই শঙ্কিত ভবিষ্যত খাদ্য সংকট নিয়ে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে প্রতিবছরই অতিবৃষ্টির কারণে বাওড়ের পানি বাড়ায় আশপাশের কৃষকদের ফসলে অনেক ক্ষতি হয় এলাকার লোকজন যেন দুর্ভোগে থাকে।