আজ ১৫ ই জুলাই যশোর সদর উপজেলার বিএনপি'র সম্মানিত সভাপতি জনাব নুরুন্নবী চাচার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ,
সকাল ১১ টায় কারবালা কবরস্থানে, কবর
জিয়ারত করেন মরহুম নুর উন নবী চাচার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
শংকরপুর ছোটনের মোড়ে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত। আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
সভায় নেতৃবৃন্দ মরহুম নুরুন্নবী চাচার সংগ্রামী রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও দলের প্রতি তাঁর অকৃত্রিম নিবেদনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, "নুরুন্নবী চাচা শুধু একজন দলীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শিক মানুষ যিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি।
দলীয় নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে বসে আছেন, প্রতিবেশী ও সাধারণ মানুষ তাঁদের ঘিরে রয়েছেন। আয়োজনে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।
তাঁর সন্তান খুরশিদ আলম বাবু মধ্যাহ্ন ভোজর আয়োজন করেন। সেখানে প্রায় ২ হাজার মানুষ খাওয়া দাওয়া করেন , উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।