যশোর, ১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):
যশোরের চৌগাছা সড়কের বাগডাঙ্গা আমিনের ভাটার কাছে আজ দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগামী একটি যানবাহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই গুরুতর অবস্থায় রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে একজনের মাথায় ও অপর দু’জনের পায়ে ও বুকে গুরুতর আঘাত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, কর্তৃপক্ষ তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।