যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে তারই এক পরিচিত বন্ধুর বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী লতা (২০), নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে লতার সঙ্গে যশোর শহরের এক যুবকের পরিচয় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। মঙ্গলবার রাতে সেই বন্ধু তাকে সিনেমা দেখানোর কথা বলে মনিহার এলাকায় নিয়ে যায়। সিনেমা দেখার আগে তাকে কোমলপানীয়র সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ উঠেছে।
এরপর তরুণী অচেতন হয়ে পড়লে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর জ্ঞান ফিরে এলে বিস্তারিত জবানবন্দি নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।