যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল উসমানিয়া মাদ্রাসা ও এতিমখানা-তে গত ১৮ জুলাই (শুক্রবার) বাদ মাগরিব নামাজের পর নতুন ভবনের উদ্বোধন ও মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নূর আলী মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মোঃ হারুন অর রশিদ সাহেব।
এদিন সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সদস্যরা হলেন:
সভাপতি: মোহাম্মদ নূর আলী মাস্টার
সাধারণ সম্পাদক: মোঃ মহাসিন আলী
ক্যাশিয়ার: মোঃ নজরুল ইসলাম
কমিটি গঠনের সময় ফরিদপুর দক্ষিণপাড়া, পূর্বপাড়া, দাড়িপাড়া ও পশ্চিম পাড়াসহ এলাকার সর্বস্তরের প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে নতুন কমিটির কার্যকর ভূমিকা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।