পঞ্চগড় জেলার বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী জিভালের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং মানসিকভাবে হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী দেওয়ান স্বীকৃতি রহমান চৈতী। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী দেওয়ান চৈতী খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই আসিফ আলী জিভাল তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আসিফ, যা দিতে অপারগতা প্রকাশ করলে চৈতীর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তিনি আরও বলেন, "আমি উচ্চশিক্ষিত একজন নারী, অথচ আমাকে নানাভাবে হেনস্তা করা হয়েছে। আমি চাই বিচার হোক, যেন আর কোনো নারী এভাবে নিপীড়নের শিকার না হয়।"
এদিকে মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি আলোচিত হয়ে উঠেছে, নেটিজেনদের অনেকে দেওয়ান চৈতীর পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।
পঞ্চগড় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নারীর প্রতি সহিংসতা রোধে সরকারি কর্মকর্তাদের আচরণ ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, আসিফ আলী জিভাল প্রশাসনে একজন তরুণ কর্মকর্তা হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে তা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে সংশ্লিষ্টমহলের অভিমত।