যশোরে চাঞ্চল্যকর একটি খু'ন মা'মলার রহস্য মাত্র ১০ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিজের ছোট বোনকে নি'র্মমভাবে হ'ত্যার অভিযোগে বড় ভাইকে আ'টক করেছে যশোর পিবিআই’র একটি চৌকস দল।
পুলিশ জানায়, যশোর সদর উপজেলার একটি গ্রামে পারিবারিক কলহের জেরে গতকাল রাতে ছোট বোনকে ধারালো অ'স্ত্রে কু'পিয়ে হ'ত্যা করেন তারই বড় ভাই। ঘটনার পরপরই আ'সামি পলাতক হয়।
খবর পেয়ে যশোর পিবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার ১০ ঘণ্টার মধ্যে আ'সামিকে চিহ্নিত করে গ্রে'ফতার করে।
পিবিআইয়ের কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আ'সামি খু'নের বিষয়টি স্বীকার করেছে। পারিবারিক বিষয় নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের বশে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে সে।
এসময় আ'সামির দেওয়া তথ্য অনুযায়ী খু'নকাণ্ডে ব্যবহৃত অ'স্ত্রটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত টিমের সদস্যরা।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে একটি মা'মলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুতই তা আদালতে প্রেরণ করা হবে।