তারিখ: ৩০ জুলাই ২০২৫, বুধবার
স্থান: দেয়ারা ইউনিয়নে , ৯নং ওয়ার্ড, ফরিদপুর গ্রামে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চলমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিকে আরও সফল ও কার্যকর করার লক্ষ্যে যশোর সদর থানার ৮ নং দেয়ারা মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ফরিদপুর গ্রামে এক যৌথ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং মাঠপর্যায়ে সদস্য সংগ্রহের কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, প্রতিটি ওয়ার্ডে কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক কর্মপরিকল্পনা গঠনের প্রস্তাব আসে সভায়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে কর্মসূচিকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের সভা বিএনপির তৃণমূল সংগঠনকে আরও গতিশীল ও সংগঠিত করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।