যশোরের আঞ্চলিক পত্রিকা জগতের সুপরিচিত ও প্রিয় মুখ সাংবাদিক আবু সাইদ সাগর আর নেই।
সোমবার (৪ আগস্ট) রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কম্পিউটার বিভাগে দায়িত্বশীল পদে কাজ করেছেন এবং সর্বশেষ কাজ করছিলেন যশোরের জনপ্রিয় দুটি পত্রিকা – দৈনিক কল্যাণ ও দৈনিক বাংলার ভোর-এ। তাঁর পেশাগত দক্ষতা, সততা ও আন্তরিকতা যশোরের গণমাধ্যম অঙ্গনে তাকে একটি আলাদা পরিচিতি এনে দেয়।
তাঁর মৃত্যুতে সহকর্মী, বন্ধুবান্ধব ও সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই স্মরণ করছেন তাঁর সহানুভূতিশীল আচরণ, নিরলস পরিশ্রম ও প্রযুক্তিগত পারদর্শিতাকে।
আবু সাইদ সাগরের অকালপ্রয়াণে যশোরের সংবাদপত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার যশোরে তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।